ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহরিয়ার গ্রেপ্তার

এমকে আলম চৌধুরী:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণপূর্বক ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলার অন্যতম আসামি শাহরিয়ার হৃদয় (২২) কে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি শাহরিয়ার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের শওকত ওসমানের পুত্র।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন নামের এক যুবক ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রায়ই উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ার স্থানীয় ইউপি সদস্য রমজানের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় রিয়াজউদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়।

 

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান এসআই রাজিব।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪