ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়া উপজেলা নির্বাচনে ভোটের মাঠে ৩ পদে ১৪ প্রার্থীর ভোটের লড়াই চলছে, চুলছেঁড়া বিশ্লেষণে ভোটাররা

দেলওয়ার হোসাইন,পেকুয়া প্রতিনিধি ;

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২দফার ভোট গ্রহন ২১ মে। দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী আমেজ।

তপ্ত রোদের গরমে থেমে নেই প্রার্থীরা,ছুটছেন ভোটারদের কাছে।প্রচারণায় সরগরম ভোটার এলাকা। ভোটারদের আকর্ষনে নির্বাচনী গানে গানে মাইকিং, রঙ্গিন পোস্টারে চেয়ে গেছে পাড়া মহল্লা, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণার ছবি,ভিডিও প্রার্থীদের বক্তব্য পোস্ট দিয়ে ভোটারের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই।

প্রার্থীদের চোখে এখন জয়ের নেশা। চষে বেড়াচ্ছে গ্রামের পর গ্রাম। কুশল বিনিময়ের পাশাপাশি মুরব্বি ভোটারদের দোয়া নিতে পা ধরে সালাম করে বুকে জড়িয়ে ধরছেন,দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি যাইহোক তবে ভোটাররাও হিসেব কষছেন খুবই ধীরে সুস্থে, চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। চায়ের কাপে ঝড় তুলেছে পাড়া মহল্লার স্টেশনের দোকান গুলোতে।

সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থী। পিছিয়ে নেই পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কে জয়ী হচ্ছে সেটাই দেখার অপেক্ষা রইল পেকুয়া উপজেলাবাসী।

বিএনপি সমর্থিত শাফায়েত আজিজ রাজু দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান,তিনি (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন। যদিও দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। ভোটারের আলোচনায় রয়েছেন এই সাবেক চেয়ারম্যান।

মামলা জটিলতায় মনোনয়ন বাতিল হওয়াতে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্বাচনের অযোগ্য হলে তাঁর সহধর্মিণী রোমানা আক্তার লড়ছেন (আনারস) প্রতীক নিয়ে। তিনিও আলোচনায় রয়েছেন। ভোটের মাঠে এই দুই প্রার্থীর অবস্থান প্রথম সারিতে রয়েছে।

মটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন পেকুয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি গতবার উপজেলা পরিষদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনিও ভোটারদের মাঝে প্রত্যাশার জায়গা করে নিয়েছেন। রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ড.আশরাফুল ইসলাম সজীব (দোয়াতকলম) প্রতীক নিয়ে, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস.এম. গিয়াসউদ্দিন লড়ছেন (টেলিফোন) প্রতীকে। তাঁরাও রাত-দিন নির্ঘুম প্রাচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন বাদশাহ (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম (চশমা), মাহবুল করিম মাহবু (তালা), শাহাব উদ্দিন জারদারী (উড়োজাহাজ) প্রতীক নিয়ে সবাই উপজেলার নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু (ফুটবল), ইয়াসমিন সুলতানা (কলসি) রাজিয়া সোলতানা (প্রজাপতি) এবং আজমেরী নুরে জন্নাত চুন্নি (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

নির্বাচনী এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন কমবেশি সবাই জনপ্রিয়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে হাড্ডা-হাড্ডি লড়াই হবে এবারের নির্বাচনে। যে প্রার্থী আমাদের সুখে-দুঃখে এগিয়ে আসবে এবং পেকুয়ার আপামর জনসাধারণের হয়ে কাজ করবে তাকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ টি ভোট কেন্দ্রে ৩১৮ ভোট কক্ষে
১ লাখ ৩৫ হাজার ৩০০ ভোটার রয়েছে। পুরুষ ভোটার ৭৩ হাজার ৯৯৪, মহিলা ভোটার ৬১ হাজার ৩০৬ জন। ৪৪ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৩১৮ টি, তারমধ্যে স্থায়ী ভোট কক্ষ ২৯৭ টি অস্থায়ী ২১ টি ভোট কক্ষ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ নির্বাচন “ভিজিল্যান্স ও অবজারভেশন টিম”মাঠে রয়েছে, ভোট কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে,ঝুঁকিপূর্ণ বা অতিব গুরুত্বপূর্ন কেন্দ্র গুলো বাচাই প্রক্রিয়া শেষ, সব কিছু ঠিক থাকলে সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন এমনটাই জানিয়েছেন পেকুয়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।