ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজ ডেন্টাল টেকনোলজিস্টের মরদেহ মিললো কর্ণফুলীতে

  • চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম: তিনদিন ধরে নিখোঁজ এক ডেন্টাল টেকনোলজিস্টের মরদেহ উদ্ধার করা হয়েছে কর্ণফুলী নদী থেকে। তার নাম রাজেশ বড়ুয়া (৩২)।

তিনি মা ও স্ত্রীকে নিয়ে নগরের নন্দনকানন ১ নম্বর গলিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি বাঁশখালীর পূর্ব শীলকূপে।

পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (১৩ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করেন।

গত মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সদরঘাট নৌ থানা পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, ১০ জুলাই নন্দনকাননের বাসা থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। তার স্ত্রী পূজা বড়ুয়া কোতোয়ালী থানায় জিডি করেছিলেন।

 

জিডিতে উল্লেখ করা হয়, তার স্বামীর অনেক দেনা ছিল। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফিরেননি। বিকাল ৩টার দিকে ফোন করে বলেছেন- ‘ভালো থেকো’। এরপর ফোন কেটে দেন। পরে যোগাযোগের চেষ্টা করেও আর পাওয়া যায়নি।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪