ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়া কোরক বিদ্যাপীঠ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ উৎসব সম্পন্ন

মুহাম্মদ হেলাল উদ্দিন, চকরিয়া:

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রদের ঈদ উৎসব ২০২৩ বিদ্যালয় মিলনায়তনে ১ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, পৌর মেয়র আলমগীর চৌধুরী।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুচ ছোবহান গোলাপ এমপি। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: