ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় খালে ডুবে লবণ শ্রমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: 

কক্সবাজারের কুতুবদিয়ায় বাহাদুর নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দুপুর একটার দিকে উপজেলার উত্তর ধুরুংয়ের জহির আলি সিকদারপাড়ায় এ ঘটনা ঘটেছে। বাহাদুর আলম (৩০) ওই গ্রামের আব্দুল মোতালেবের পুত্র।

 

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে জহির আলি সিকদারপাড়ায় খালে লবণভর্তি একটি নৌকা ঠেলে নিয়ে যাচ্ছিলেন বাহাদুর। আচমকা তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নাঈমা তাবাচ্ছুম তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও ময়নাতদন্তের লক্ষে মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: