ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া

আসন্ন মহান ১২ রবিউল আউয়াল স্মরণে ও হযরত ছৈয়দ নুর মোহাম্মদ (রহঃ) এর ৬ষ্ঠ তম বার্ষিক ফাতিহা উপলক্ষে পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান এর উদ্যোগে বৃহস্পতিবার পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে জাফর ফকিরের বাড়ি সংলগ্ন ময়দানে “ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রি ডায়াবেটিস চেকআপ” এর আয়োজন করা হয়।

এতে ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, ১০ জন শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়।
এ ছাড়াও শতাধিক মানুষকে ব্লাড গ্রুপিং চেক ও ডায়াবেটিস চেকআপ করানো হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুচক্রদণ্ডী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি বাবু প্রদীপ বিশ্বাস, সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শফিউল আজম। ফাতিহা পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমদ সাধারণ সম্পাদক নুরুল আলম ছিদ্দিক এতে সভাপতিত্ব করেন নাছির মোহাম্মদ সিদ্দিকী জামে মসজিদ পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান, মেডিকেল টিম এর সদস্য ডাঃ মিজানুর রশিদ আলমদার জুয়েল, ডাঃ ফাতেমা আক্তার,ডাঃ আলমগীর হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর বিভিন্ন ইউনিয়ন এর এডমিন-মডারেটর এবং সদস্যবৃন্দ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪