ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই-ভাই গ্রেফতার

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলার ভালুকা থানার চাঞ্চল্যকর “কালু ফকির” হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর গ্রেফতার হয়েছে।

ভালুকা থানাধীন চান্দরটি গ্রামের মুনীরুদ্দিন ফকিরের ছেলে কালু ফকিরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৫ সালে চেরাগ আলী ফকিরের দুই ছেলে কালু ফকিরকে হত্যা করে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হলে তারা পলাতক হয়। অবশেষে দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর ২ জুলাই ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের নেতৃত্বে এএসআই পাইলট ভৌমিক ও সঙ্গীয় ফোর্স ভালুকা থানাধীন মাহমুদপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুই সহোদর ভাইকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামীরা হলেন- মো: আনিস ও মো: আলম। তারা উভয়ে ভালুকার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের পুত্র।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: