ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরতলির খুরুশকুলে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক খুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরতলির খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্পের কাছে হেফাজ উদ্দিন নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত হেফাজ উদ্দিন খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পের গোলাপ ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাটের মোহাম্মদ মুফিজের পুত্র।

নিহত যুবক হেফাজ উদ্দিনের মা রেখা শারমিন বলেন, ‘তাঁর ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পসহ আশাপাশের এলাকা কেন্দ্রিক কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ছেলেকে প্রায়ই উত্ত্যক্ত করতো। পাশাপাশি হেফাজ উদ্দিনকে দিয়ে তারা মাদক পরিবহন করাতো।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ফোন করে জানায় হেফাজকে আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ব্যাপক মারধর করেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে’।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪