ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমিরাতে শেখদের বিত্ত-বৈভবকে ব্যঙ্গ করে কারাগারে নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের ধনী আরব শেখদের বিত্ত-বৈভবকে ব্যাঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করায় কারাগারে যেতে হয়েছে এক নাগরিককে। সেই সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবারক্রাইম সংক্রান্ত তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা ওয়াম।

 

ওয়াম কিংবা আমিরাতের কোনো সংবাদমাধ্যমে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে— ওই ব্যক্তি আমিরাতের আদি বাসিন্দা নন। এশিয়ার কোনো দেশ থেকে অভিবাসী হিসেবে তিনি আমিরাতে এসেছিলেন, পরে উপসাগরীয় এই দেশটির নাগরিকত্ব নেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, আমিরাতের শেখদের মতো পোশাক পরে ওই ব্যক্তি একজন সহকারীকে নিয়ে একটি গাড়ির শো-রুমে প্রবেশ করে উপসাগরীয় আরব আঞ্চলিকতার টানে শো রুমের কর্মচারীদের কাছে বিভিন্ন গাড়ি পছন্দ করছেন, দাম জিজ্ঞেস করছেন এবং জানার পর সেই গাড়ি বাতিল করছেন।

 

এক পর্যায়ে তিনি একটি গাড়ি পছন্দ করে তার দাম জানতে চাইলে ওই শো-রুমের কর্মচারী জানান, তার পছন্দ করা গাড়িটির মূল্য ২০ লাখ ২০ হাজার দিরহাম (৬ লাখ ডলার)। কর্মচারী দাম বলার পর আরব শেখদের মতো পোশাক পরা ওই ব্যক্তি বলেন, ‘আমার আরও দামি জিনিস দরকার, ভাই,’ এই কথা বলে কর্মচারীর উদ্দেশে কয়েটি নোটের বান্ডিল এগিয়ে দিয়ে বলেন, ‘এটা কফিপানের জন্য বখশিশ হিসেবে আপনাকে দেওয়া হলো।’

 

তার পরপরই শো-রুমের ওই কর্মচারীকে একটি রোলস-রয়েসসহ চারটি দামি গাড়ি তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশনা দেয় সরকারি আইনজীবীর কার্যালয়। তারপর রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াম।

 

আমিরাতের সরকারি আইনজীবীর কার্যালয়ের বরাত দিয়ে ওয়ামের প্রতিবেদেনে বলা হয়েছে, ‘এই ভিডিওটি ঔদ্ধত্বপূর্ণ। এখানে অর্থের মূল্যকে খাটো করা হয়েছে এবং আমিরাতের নাগরিকদের সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি প্রচারের পাশাপাশি তাদেরকে হাস্যকর হিসেবে হাজির করার চেষ্টা করা হয়েছে।’

 

যে শো রুমে ওই ব্যক্তি এই ভিডিও করেছিলেন, তার মালিককেও সরকারি আইনজীবীর কার্যালয় থেকে তলব করা হয়েছে— উল্লেখ করে এক বার্তায় কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘নাগরিক ও আমিরাতে বসবাসকারীদের প্রতি অনুরোধ— সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতের সমাজ সম্পর্কে নেতিবাচক ধারণা প্রচার করবেন না। যদি কারো বিরুদ্ধে এই অভিযোগের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪