ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে।

সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

 

একই আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনায় বদলি করা হয়েছে।

চলতি বছরের ১৬ জানুয়ারিতে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আমিনুর রহমানকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে সরকার। এর আগে বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করছিলেন মো. আশরাফ উদ্দিন। সচিব পদে পদোন্নতি পেয়ে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪