ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে গভীর রাতে গৃহবধুকে জবাই করে হত্যা

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়িতে ঢুকে গভীর রাতে আয়েশা খাতুন (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওই গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছেন বলে এলাকাবাসী ও স্বজনরা প্রাথমিক ধারণা করছেন।

 

সোমবার (১০ জুলাই) রাত একটার সময় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এঘটনায় নিহত গৃহবধূ ওই এলাকার নুরুল ইসলাম প্রকাশ তোতা মিয়ার স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়ার ঘোনাপাড়ায় দুই সন্তানের জননী আয়েশা খাতুন বাড়িতে একাই ছিলেন। তার স্বামী নুরুল ইসলাম চিকিৎসার জন্য দুই দিন পুর্ব থেকে চট্টগ্রাম শহরে আছেন। সেই সুবাদে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে একা পেয়ে জবাই করে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

 

জানা যায়, ওই গৃহবধূ এলাকায় বিভিন্নজনের কাছে টাকা লাগিয়ত করতেন। হয়তো আর্থিক লেনদেন থাকার কারণে এই হত্যাকান্ড হতে পারে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) মো. কামরুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে।

 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন- ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে, এ ঘটনার বিষয়ে জোর তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪