ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সদর মডেল থানায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

 

মৌলভীবাজার সদর মডেল থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সভাপতিত্বে মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. রাধাপদ দেব সজল, মৌলভীবাজার উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. বিধান ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় শহরের যানজট নিয়ন্ত্রণ, মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব বা ধর্ম নিয়ে কটুক্তি করলে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজার জেলা পুলিশ আসন্ন দুর্গাপূজায় সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সবাই এক হয়ে কাজ করলে আমাদের হিন্দু-মুসলমান সম্প্রীতিতে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪