ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৌদ্ধভিক্ষু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক:

রামু বুড্ডিস্ট স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞা-সার যুব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে উখিয়ায় বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে রামু উপজেলায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে রামু চৌমুহনী স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

উখিয়ার মরিচ্যাপালং শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মজ্যোতি ভিক্ষুকে (৭০) হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, শিক্ষক কিশোর বড়ুয়া, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল, বৌদ্ধ নেতা তরুণ বড়ুয়া, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুজন শর্মা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর রামু উপজেলার সভাপতি আনছারুল হক ভুট্টো প্রমুখ। মানববন্ধনে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মজ্যোতি ভিক্ষুর সঙ্গে কারও শত্রুতা ছিলো না। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

 

জানা যায়, গত রোববার গভীর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মজ্যোতি ভিক্ষুর ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরদিন সোমবার সকালে বৌদ্ধ বিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত ধর্মজ্যোতি গত বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪