ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাব নেতা ইজাজুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ইজাজুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুমের নামাজে জানাজা আজ (বুধবার) বাদ জোহর পাবনা শহরের সরকারি শালগারিয়া মালিগলি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন।

ইজাজুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।

এক শোক বার্তায় তিনি ইজাজুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: