ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় ভোক্তা অধিকার আইনে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (১৭ জুলাই) ১১ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। এসময় পেকুয়া থানা পুলিশ অভিযান কালে সার্বিক সহযোগিতা করেন।

 

 

যানজট নিরসন ও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত মূল্য আদায়, নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে (১৭ জুলাই) বিকালে পেকুয়া বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।

অভিযানের সময় পেকুয়া বাজারকে যানজট মুক্ত রাখতে চলাচল রাস্তায় ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়৷

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪