ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরব আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

আরব আমিরাতে সার্কভুক্ত বিশ্বের আটটি দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত সার্ক সাংবাদিক ফোরামের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দুবাইয়ের এক হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর ফলে এসজেএফ বিভিন্ন দেশের মতো আরব আমিরাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এতে প্রবাসে কর্মরত সার্ক অঞ্চলের সাংবাদিকদের সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এদিকে সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে নেপালভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থা।

এসময় এসজেএফ ইউএই চ্যাপ্টারের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাই টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, সিনিয়র সহসভাপতি খালিজ টাইমস প্রতিনিধি মোজাফফর রিজভি, সহসভাপতি প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক ও দৈনিক বাংলার অধিকারের সম্পাদক সাগর চন্দ্র স্বপন।

সাগর চন্দ্র স্বপন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় দীর্ঘ সময় ধরে সাংবাদ ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ত রয়েছেন।
তিনি ১৯৯৯ সাল থেকে লেখালেখি শুরু করেন। তিনি বেশ কয়েকটি প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন। এর মধ্যে দৈনিক দেশবাংলা, দৈনিক মানবাধিকার প্রতিদিন, মিরপুর প্রতিদিন, দৈনিক ভোরের সূর্য, সাপ্তাহিক মানব খবর, দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক অনাকান্তির কন্ঠ, দৈনিক বাংলার অধিকার।

এর পূর্বে তিনি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার সংগঠন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমরা মুক্তিযুদ্ধের সন্তান হাজিগঞ্জ উপজেলা সহ সম্পাদক হিসেবে কাজ করছেন।
বর্তমানে বাংলাদেশ রিপোর্টাস ইউনিট ইউএই’র নির্বাহী সদস্য হিসাবে কাজ করে আসছেন। তিনি প্রবাসের মাটিতেও দীর্ঘদিন ধরে দেশের কথা, প্রবাসীর কথা বহির্বিশ্বে তুলে ধরছেন।
জানা যায়, তিনি দুটি আলোচিত অনলাইন সংবাদপত্রের একটির সম্পাদক ও প্রকাশক, অন্য একটির নির্বাহী সম্পাদক। এসজেএফর সহ-সভাপতি নির্বাচিত করায় এসজেএফের নেপাল ইউএই চ্যাপ্টারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

এসজেএফ সভাপতি রাজু লামা ও মহাসচিব আবদুর রহমান এসজেএফ ইউএই চ্যাপ্টারের নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

এসময় এক ভিডিও বার্তায় এসজেএফের মহাসচিব মো. আব্দুর রহমান বলেন, খুব শীঘ্রই ইংল্যান্ড, ইউরোপ, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এসজেএফ’র বিভিন্ন অধ্যায় ঘোষণা করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪