ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল:

বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের রেকর্ড সৃ‌ষ্টি করে‌ছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়েছে। এ সময় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি।

বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। এর‌ বিপ‌রী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ১৪ হাজার ১২৩‌টি।

এই ২৪ ঘণ্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪৯১‌টি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৮ হাজার ৯৯৭‌টি। এতে টোল আদায়ের পরিমাণ এক‌ কো‌টি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

এর আগে গত বছরের ৭ জুলাই সর্বোচ্চ ৩ কো‌টি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল। সেসময় সেতু পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন।

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪: