ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার অফিস :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের চকরিয়া সদরের মাতামুহুরি ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে আবদুল্লাহ (২০) ও একই এলাকার জিয়াউদ্দিনের ছেলে মুহাম্মদ মোস্তফা (২১)।

মহাসড়কের বানিয়ারছড়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুল হক ভূঁইয়া বলেন, রাতে দ্রুতগতির একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে