সালেহ আহমদ (স’লিপক):
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান সঞ্জয় ভৌমিক ও বিসিক প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ মে) রাতে সিলেটের কুমারপাড়াস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার পরিচালনায় সভায় সিলেট বিসিকের ডিজিএম ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার, গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র, জেলা সভাপতি নাদিরা চৌধুরী রুমু, সম্পাদক সালমা বেগম, মহানগর সভাপতি জহুরা আক্তার, সম্পাদক ডাঃ নাফিসা শবনম, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন, নারী উদ্যোক্তারা এখন বিসিক থেকে ৫% সুদের হারে ঋণ নিতে পারবেন। এছাড়া সিলেটের উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নে বিসিক আরো সক্রিয় ভূমিকা রাখবেন।