ই-পেপার | বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা,বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

শওকত আলম,কক্সবাজার:

 

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে এটা সংবিধানে গ্যারান্টি করেছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৮ মে) সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগনের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।এ সময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করেন।

 

এ সময় সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিম সহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের মোট ১২ জন বিচারপতি, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন সহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসক শাহীন ইমরান,পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম বার, এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চীফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।