ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পিটিআই ট্রেনিংরত শিক্ষিকার মৃত্যু

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারে প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) প্রশিক্ষণরত এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকালে কক্সবাজার সদর হাসপাতালে ওই শিক্ষিকা মৃত্যু বরণ করেন।

নাসরিন সুলতানা পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারাইয়াকাটা পূর্ব সবজীবন পাড়া এলাকার মৃত্যু মোহাম্মদ আলমের মেযে।

মৃত্যু শিক্ষিকার বড় ভাই নাছির উদ্দীন জানান, পিটিআই প্রশিক্ষণ অবস্থায় অসুস্থ হলে কতৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান, ডাক্তারদের দেয়া তথ্য মতে আমার বোনের ফুসফুসে কফ জমে যাওয়া তাকে আই সি ইউতে রাখেন,আজ সকালে আমার বোন মৃত্যু বরণ করে।

জানা যায় ২০২৩ সালে নাসরিন সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষিকা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে একই বছর জানুয়ারি মাসে উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।২০২৪ শিক্ষাবর্ষে জানুয়ারিতে বিটিপিটি প্রশিক্ষণের জন্য কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) এর সুপার আবদু রউফ মুঠোফোনে বলেন, শিক্ষিকা নাসরিন সুলতান অসুস্থ হলে হোস্টেল অবস্থানরত প্রশিক্ষণার্থী শিক্ষকরা হাসপাতালে নিয়ে যায়, আজ সকালে তিনি মারা যান। তিনি ২০২৪ শিক্ষাবর্ষে ‘খ’ শাখার রোল নং ৪৯ প্রশিক্ষণার্থী ছিলেন।