ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তারাকান্দা থানার ওসি; ওয়াজেদ আলী

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ফেসবুক-টুইটারসহ দৈনিক আজকের বসুন্ধরা ও বাংলাদেশ বার্তা, সময়-৭৫ নামের অনলাইন পোর্টালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মিথ্যার ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ করেন ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াজেদ আলী।

প্রকাশিত সংবাদপত্রে বলা হয়েছে তারাকান্দা থানার ওসি’র বিরুদ্ধে সাংবাদিককের কাছ থেকে ঘুষ নিয়ে হত্যা মামলা রুজু করার অভিযোগ। দৈনিক উর্মি বাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক বাদী থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর হাতে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে আদালতের নির্দেশনাসহ একটি হত্যা মামলা রুজু করার অনুরোধ করেছেন বলে বাদী পক্ষ ১৩ মে ২০২৪ তারিখে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বরাবর অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ওসি ওয়াজেদ আলী বলেন আদালতের নির্দেশনা যথাযথ ভাবে পালন করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঘুষ গ্রহণের অভিযোগ সঠিক নয় থানায় বিভিন্ন অপরাধের নিয়মিত মামলা রুজু করতে কোনো টাকা পয়সা নেওয়া হয় না।

ঘটনার বিবরনে উল্লেখ্য করা হয়েছে গত বছর ২৪ ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০ টার দিকে তারাকান্দা থানার সুবলিয়া গ্রামের ফয়েজ উদ্দিন সাবেক কামারিয়া ইউপি সদস্য কে শফিউল আলম ও হাজী তাজুল ইসলামের সাথে ফিসারীর রাস্তা নিয়ে বিরোধ ছিলো । ঘটনার দিন উক্ত জায়গাতে ফয়েজ উদ্দিন পৌঁছালে শফিউল আলমের লোকজন তাকে কিলঘুষি মারে। এতে করে ফয়েজ উদ্দিন মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । তৎকালীন ওসি থানায় মামলা না নেওয়ায় পরে মৃত ফয়েজ উদ্দিনের ছোট ছেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারাকান্দা সিআর -১৮২/২৩ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন । গোয়েন্দা শাখা আদালতে প্রতিবেদন দাখিল করিলে গত ৭ মে মঙ্গলবার ২০২৪ তারাকান্দা থানায় মামলাটি সাত দিনের মধ্যে এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশনা দেন। বাদী পক্ষ ৮ মে রাতে আদেশের কপি থানায় হস্তান্তর করেন। ফুলপুরসহ দুটি উপজেলা নির্বাচন থাকায় অধিকাংশ অফিসার ফোর্স ডিউটিতে ব্যস্ত ছিল ফলে একদিন পরেই এই ঘটনায় তারাকান্দা থানার মামলা নাম্বার ৬ তারিখ ১০/০৫/২০২৪ রুজু করা হয়।

অভিযোগকারী ফরহাদ মিয়ার কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, মামলা এফআইআর হওয়ার পর কেন আসামী ধরলো না এটাই আমার রাগ, ঘুষনেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান টাকা আমার হাত দিয়ে দিয়েছি সাথে সাথেই পরে কথাটা উল্টিয়ে ফেলেন তিনি, তখন বলেন সাংবাদিকের হাত দিয়ে টাকা দিয়েছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি দমনে তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, ‘যে ঘুষ খাবে সে-ই কেবল অপরাধী নয়, যে দেবে সে-ও সমান অপরাধী।

ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াজেদ আলী, সিএনএন বাংলা২৪ কে জানান, প্রকাশিত সংবাদটিতে আমাকে নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট। পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে। এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।