ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ড ও কৃষকদের মাঝে বীজ বিতরন

আবু নাসের খান লিমন,মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড ও কৃষকের মাঝে পাটের বীজ বিতরণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং দপ্তর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে এই হেলথ কার্ড ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ।

 

উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।