ই-পেপার | বুধবার , ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিনিয়র স্কেলে পদোন্নতি পেলেন ময়মনসিংহ সদরের এসিল্যান্ড; আসাদুজ্জামান রনি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

সারাদেশে সিনিয়র স্কেলে পদোন্নতি পেলেন ২০১ কর্মকর্তা। সিনিয়র স্কেলে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা। এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।

 

বুধবার (১৫ মে) এ পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ২০১ জন সিনিয়র সহকারী সচিবের বিষয়ে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন।

 

একইসঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

উল্লেখ্য, ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আসাদুজ্জামান রনি যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতা, যোগ্যতা এবং সততার সাথে তাঁর কর্মজীবন অতিবাহিত করেছেন। সিনিয়র স্কেল হিসেবে পদোন্নতি পাওয়ায় সদর উপজেলার বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাকে অভিনন্দন জানিয়েছেন। আসাদুজ্জামান রনি ৩৬ তম বিসিএস (প্রশাসন)।