ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ এর বর্ণাঢ্য শিশু র‌্যালির

আলমগীর হোসেন :

মানিকছড়ি উপজেলা সদরে ইউপিডিএফের বর্ণাঢ্য এক শিশু র‌্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টায় আমরাও একদিন সংগ্রামী সেনানী হতে চাই’ শ্লোগানে মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা র‌্যালিটি শুরু হয়ে মানিকছড়ি থানা এলাকা ও উপজেলা পরিষদের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পূনরায় ধর্মঘরে এসে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংসালা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী জেসি মারমা। র‌্যালি চলাকালে বাদক দলের বাদ্যের তালে তালে বিভিন্ন সংগ্রামী গান বাজানো হয়। এসময় র‌্যালিতে অংশগ্রহণকারী শিশুরা `‌No Full Autonomy No Rest’ লেখা সাদা ক্যাপ পরিধান করেন এবং হাতে ইউপিডিএফ পতাকা বহন করেন।

তিনি র‌্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোরী-কিশোরীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের বয়স এখনো অনেক কম। কিন্তু আমাদের জন্ম থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখছি আমাদের উপর অন্য আরেকটি জাতির দমন পীড়ন চলছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? একটা জাতি অন্য আরেকটি জাতির সম্পদ ভূমি কেড়ে নিচ্ছে? তারা দলবদ্ধভাবে এসে আমাদের ভূমি কেড়ে নিচ্ছে। আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। আমাদের সবসময় বিভিন্ন হামলার ভয়ে থাকতে হচ্ছে। আমরা এর পরিবর্তন চাই।

আর এই পরিবর্তনের জন্য আজকের শিশু, কিশোর-কিশোরীদের ভবিষ্যত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে জানান।