ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ইজিবাইকের গ্যারেজে বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু

কক্সবাজার অফিস :

কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইকের গ্যারেজে শর্ট সার্কিটের ঘটনায় বিদ্যুৎস্পর্শে ২ জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২ টার দিকে টানা জাল দিয়ে নদী থেকে মাছ সংগ্রহ করে টমটম গ্যারেজে বিশ্রাম নিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের পুত্র মোহাম্মদ আবছার (৩১) এবং মৃত আবুল খাইরের পুত্র মো. ইমন (২৯)।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আমির হামজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে নদী থেকে মাছ ধরে ফেরার পথে নুরুল আমিনের টমটমের গ্যারেজে প্রচণ্ড গরমে বিশ্রাম নিতে গেলে সেখানে সংঘটিত শর্ট সার্কিটে বিদ্যুতস্পর্শে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, শাপলাপুরে বিদ্যুতের শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।