ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাঁরিয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাঁরিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও সিক্কা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাঁরিয়ে পুলের সামনে একটি গাছের সাথে ধাক্কা লেগে উপজেলার জামসী মাংরিয়া গ্রামের মোঃ হাফিজ মিয়ার ছেলে মোঃ রাহী ইসলাম (১৭) মারা যায়। সে আসিদউল্লা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে রাহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।