ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিষেককে কাজে পাঠিয়ে মেয়েকে সামলান ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

দাম্পত্য জীবনের প্রায় ১৬ বছর পার করে ফেলেছেন বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এই জুটির সংসারে রয়েছে একমাত্র কন্যা। যার নাম আরাধ্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, মা হিসেবে মেয়ের সমস্ত দেখভালের দায়িত্ব পালন করেন ঐশ্বরিয়া নিজেই। পাশাপাশি তাকেও কাজে মনোযোগী হতে সাহায্য করেন।

এই অভিনেতা বলেন, ‘ঐশ্বরিয়া যেভাবে আরাধ্যাকে বড় করছে অনেকেই তার প্রশংসা করে। আমাকে বাইরে সিনেমার কাজ করতে যেতে দেয়। আর সে সন্তানের সমস্ত দেখভাল নিজে হাতেই করে।

অভিষেক বলেন, ‘ওর মা আরাধ্যাকে বুঝতে শিখিয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড কী রকম? ঠাকুরদা-ঠাকুমা থেকে মা-বাবা সকলেই যে বড় তারকা, এটা নিয়ে যে মাথা ঘামানোর দরকার নেই সেটা আরাধ্যাকে শিখিয়েছে ঐশ্বরিয়া। আমরাও বাড়িতে এই বিষয়গুলোকে পাত্তা দেই না। ও আর পাঁচজন সাধারণ পরিবারের বাচ্চাদের মতোই বড় হচ্ছে। আর এই গোটা বিষয়ের কৃতীত্ব ঐশ্বরিয়ার। সে আমাকে কখনও আটকায় না। ওর জন্যই আমি বাইরে বেড়িয়ে কাজ করতে পারি। আর ও মেয়েকে সামলায়।

জুনিয়র বচ্চন আরো যোগ করেন, ‘আরাধ্যা স্কুলে যেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করে। সিনেমা দেখতে অতটা পছন্দ করে না। আমি তো ওকে কখনও জিজ্ঞেসও করি না যে, আমার কোন সিনেমা ওর বেশি পছন্দের? আরাধ্যার রূঢ় বাস্তব জবাবটা হয়তো আমার মেনে নিতে কষ্ট হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪