ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে “যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো” বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজারে চৌকস লেখক আইনজীবী ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আবু তাহের এর “যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো” বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ মার্চ) শহরের মামার বাড়ি রেস্তোরাঁ কনফারেন্স হলে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ডঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী।

 

ফোরামের সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃটেন প্রবাসী কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তি মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্যে ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রোটারিয়ান কবি এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, কবি সুমিত্র দেব টিটু, কবি পুলক ধর, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ-সভাপতি ফারুক আহমদ, এম মুহিবুর রহমান মুহিব।

 

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, আইনজীবী, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বইটির বহুল প্রচার প্রত্যাশা করেছেন।

 

শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা পরবর্তী উপস্থিত দেড়শতাধিক লোকের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ।