ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ পরবর্তী দলীয় নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময় ও পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ।

পরে লুচি ,সবজি ও সেমাই খাওয়া দাওয়া করেন নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পরিচালনায় ঈদ পূর্ণমিলনীতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইসহাক শামীম,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু,সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, প্রচার সম্পাদক সর্দার মিঠুন আহমেদ, অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার,পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী প্রলয় চাকী,দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুইট,উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।