ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ডাকাতের গুলিতে পুলিশ সদস্য আহত

কক্সবাজার অফিস :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি সড়কে রাতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল সশস্ত্র ডাকাত। এতে মনির আহমদ (২৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কে এ ঘটনা ঘটেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মনির আহমদ মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাড়ে ৯ টার দিকে ১০-১২ জনের বন্দুকধারী একদল ডাকাত মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাতেরা। এতে ওই পুলিশ সদস্য আহত হন।

এছাড়াও ডাকাতির শিকার ভুক্তভোগী কয়েকজন জানান, ১০-১২ জনের ডাকাত দল তাদের বন্দুক দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে ডাকাতি করেছে বলে শুনেছি।

ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ডাকাতির খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায়। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।