ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে গৃহবধুর মরদেহ উদ্ধার

সেলিম উদ্দীন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন থেকে জমিলা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের পালাকাটা গ্রামের শামশুল আলমের পুত্র প্রবাসী নজরুল ইসলামের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে জমিলা আক্তারের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।

জমিলা আক্তার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগিরপাড়ার শামশুল আলমের কন্যা। বিগত ৫ মাস পূর্বে নজরুল ইসলামের সঙ্গে জমিলার সামাজিকভাবে বিয়ে হয়।

খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা, নাকি আত্মহত্যা। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে সুখে-শান্তি বসবাস করে আসছিলো জমিলা। বিয়ের কিছুদিন পর স্বামী বিদেশ চলে গেলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো শাশুর বাড়ির লোকজন ।

স্থানীয়দের ধারণা, জমিলা আক্তার আত্মহত্যা করেছে। জমিলার ভাই মনির আহমদ জানান, ময়নাতদন্তের পর দাফন শেষে মামলা দায়ের করা হবে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য উন্মোচন হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪