ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজার টেকনাফে সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

 

রবিবার (২৭ আগস্ট) রবিবার সকাল ১১ টায় দুপুর একটা পর্যন্ত সদরের মহেশখালীয়া পাড়া বড় মাদ্রাসা প্রাঙ্গণে টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুবের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ রিফাত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল বশর, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সহ সভাপতি আবুল কালাম, জাবেদ ইকবাল চৌধুরী, এম এ জহির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বদিউল আলম বদি, এমহামজাল, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ গণি সাবেক মেম্বার, আহমদ হোসেন সাবেক মেম্বার, জহির মেম্বার, শাহ আলম মেম্বার, হোসেন আহমদ কাউন্সিলর,আবদুল করিম সাবেক মেম্বার, পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ। বড় মহেশখালীয়া পাড়া বড় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুর হোছাইনের মোনাজাতের মধ্যে দিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন আবদুল ফারুক মেম্বার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট