ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে বিগত ১৫ বছরে অকল্পনীয় উন্নয়ন সাধিত হয়েছে” -মেজর(অবঃ) আবদুল মান্নান এমপি।

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে নাইট কুইন হোটেল এ‍্যান্ড রেস্টুরেন্টে গতকাল শুক্রবার বিকল্পধারা বাংলাদেশ,ঢাকা মহানগর (উত্তর) শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নিশির সভাপতিত্বে ও সদস্য সচিব নূর মুহাম্মদের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ)  আব্দুল মান্নান এমপি,

প্রধান অতিথির বক্তব্যে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর(অবঃ) আবদুল মান্নান এমপি বলেন-” এটা আমাদের স্বীকার করতেই হবে যে বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।মাল্টিলেনের  মহাসড়ক, পদ্মাসেতু সহ বিশাল বিশাল ব্রীজ,ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল,পাতাল রেলসহ উন্নয়নের নতুন নতুন ধারনা শেখ হাসিনার সরকারই উপহার দিতে পেরেছে। লোডশেডিংয়ের মতো দুর্বিষহ জীবন জনগণ এখন ভুলতে বসেছে। শহর কিংবা গ্রাম কোথাও এখন আগের মতো ঘন্টার পর ঘন্টা লোডশেডিং পাবেন না।অতএব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারই প্রয়োজন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি মহসীন চৌধুরী,যুগ্ম-মহাসচিব এনায়েত কবীর,সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,বিকল্প শ্রমজীবী ধারার কেন্দ্রীয় সভাপতি আইনুল হক,সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন প্রমূখ।

সবশেষে দোয়া ও মোনাজাত করা হয় এবং সুস্বাদু খাবার পরিবেশন এর মাধ্যমে ইফতার করার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।