ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে ভোট গ্রহণ কর্মকর্তাদের কর্মশালা

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার এর আয়োজনে রবিবার (২১ এপ্রিল) ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ঈদগাঁও’র উপজেলা নির্বাচন অফিস এ কর্মশালা বাস্তবায়ন করেছে।

রবিবার অনুষ্ঠিত কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ৬৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

এ প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। এ সময় ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা মায়নুল হক, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাসহ প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণ, ভোট গণনা কার্যক্রম ও ফলাফল ঘোষণাসহ সংশ্লিষ্ট আনুসাঙ্গিক বিষয়ে ধারণা দেয়া হয়। আগামী ২৮ এপ্রিল এ উপজেলার পাঁচটি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়ন গুলোতে ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে নির্বাচনের দুইদিন আগে থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত ১০ জন নির্বাহী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও শান্তি- শৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে বলে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির নিশ্চিত করেন।