ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী খুন

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফে কিরিছের আঘাত ও ছুরিকাঘাতে রাগিব শাহরিয়ার মুরাদ (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরের ব্যস্ততম বাজারে এই হত্যাকাণ্ড ঘটেছে।

কলেজ শিক্ষার্থী রাগিব শাহরিয়ার মুরাদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে।

নিহতের পিতা সাইফুল্লাহ কোম্পানি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে কক্সবাজার হার্ভার্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী রাগিব শাহরিয়ার মুরাদ বাড়ির নিকটে শামলাপুর বাজারে নুর আহমদ মার্কেটে ছিলো। এ সময় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের জকিরের ছেলে আদিল ও অলি উল্লাহর ছেলে রফিক ধারালো লম্বা কিরিছ ও ছোরা দিয়ে উপুর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

 

তিনি বলেন, স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন তিনি অগ্নিকান্ডের ঘটনাটি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন। তাছাড়া ঘটনাস্থলে পি আই ও কে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলে তালিকা তৈরী করা হবে।