ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার :

 

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মো. রফিক (৩২) মিয়ানমারের মংডু জেলার গুনাপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে ।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, শনিবার (২১ অক্টোবর) ভোরে সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নেরর সাবরাং বিওপি ও নাজিরপাড়া বিওপি’র দুটি আভিযানিকদল ধোপছড়ায় অবস্থান নেয়।

 

পরে টহলদল ৪ ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মিয়ানমারের এক নাগরিককে আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪