ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ জেলা শাখা কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলা শহরের একঝাঁক নবীন প্রবীণ সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের নিয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মৌলভীবাজার জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ মে) রাত ৯টায় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় এস কে ফার্মেসিতে গাঙচিল মৌলভীবাজার জেলা সমন্বয়ক দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ছড়াকার রিপন কান্তি ধর রূপক এর আহবানে ডাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবি বাসুদেব পালের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন গাঙচিল মৌলভীবাজার জেলা সমন্বয়ক ছড়াকার রিপন কান্তি ধর রূপক, ডাঃ রাধাকান্ত দাস, সুধাংশু বৈদ্য, গণেশ দাস, মোঃ আল আমিন, রবি লাল বর্ধন, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ডাঃ সৈয়দ কামরুজ্জামানকে সভাপতি ও কবি বাসুদেব পালকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক কবি সালেহ আহমদ (স’লিপক), ডাঃ রাধাকান্ত দাস ও হুমায়ুন রহমান বাপ্পীকে উপদেষ্টা করে ১১ সদস্যবিশিষ্ট গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সুধাংশু বৈদ্য, প্রচার সম্পাদক গণেশ দাস, সাহিত্য সম্পাদক মোঃ আল আমিন, কোষাধক্ষ দীপক দাস, দপ্তর সম্পাদক সজীব মালাকার সদস্য প্রশান্ত পাল, রবি লাল বর্ধন, বিনয় কান্তি দেবনাথ ও মোঃ নুরুল ইসলাম।