ই-পেপার | শনিবার , ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রচারণা স্থগিত করলেন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবান: আগামী ৮মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর জীবনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে নিবার্চনী প্রচারণা স্থগিত করেছেন।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন ‘মাঠ কর্মীদের এবং নিজের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দিয়েছি, দোয়া কর’।

 

এদিকে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে হতবাক দলীয় কর্মী এবং সমর্থক ও ভোটাররা।

এর আগে ২৯ এপ্রিল (সোমবার) সকালে বান্দরবান শহরের একটি হোটেলে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে প্রাণনাশের হুমকির অভিযোগে ও নির্বাচনে সহযোগিতার অভাব দেখিয়ে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।

 

এছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম সম্প্রদায়ের অধ্যুষিত কয়েকটি পাড়ার জনগণ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে উল্লেখ করে তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম জাহাঙ্গীর।

 

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, আগামী ৮মে বান্দরবানের সদর উপজেলা ও আলীকদম উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন বর্তমান চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।

 

অন্যদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.আবুল কালাম ও আওয়ামী লীগের আলীকদম উপজেলা শাখার সভাপতি মো. জামাল উদ্দিন।