ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে কাজলকে বিজয় করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি

সোহেল সরওয়ার কাজলের সমর্থনে রামু উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২ মে রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর হোসেন মেম্বার। মতবিনিময় সভায় বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল।

ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ সভাপতি হানিফ বিন নজির, সহ সভাপতি নুরুল ইসলাম বকুল, সহ সভাপতি মৃনাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, অর্থ সম্পাদক এইচ এম নুরুল আলম কোম্পানি, ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকের আহমদ, সাধারণ সম্পাদক মন্জুর আলম, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনতার প্রিয়নেতা সোহেল সরওয়ার কাজলকে বিজয় করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা দেন তৃণমূল নেতাকর্মীরা