ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার কোলাগাঁওয়ে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, পটিয়া :

পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন প্রধান বক্তা ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম বক্তব্য রাখেন দিদারুল আলম মেম্বার, জানে আলম,মোহাম্মদ ইলিয়াস, জালাল আহমদ,ওবায়দুল হক কাজল,আবুল হোসেন,আব্দুল আজিজ,নজরুল ইসলাম, জাকির হোসেন নাজিম,আমির হোসেন,মোহাম্মদ নাছির,মমতাজ আলী প্রমুখ।

পরে এতে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাব্বির আহম্মদ। এতে বক্তারা বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা শ্রমিকের অধিকার প্রতিষ্টায় আপসহীন। তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।