ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে দুই আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ সে‌প্টেম্বর) সন্ধ্যায় ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুই শিশু হলেন- উপজেলার শালিয়াবহ গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কাজে শাহ আলমের বাড়ির লোকজন ব্যস্ত থাকায় তাওহীদ ও তানজিলা ভুল করে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে।

পরে বিষয়টি বুঝতে পেরে তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু‌কে মৃত ঘোষণা করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪