ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে জামায়াতের ওলামা বিভাগের রমজান বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাইনুল হক নিজস্ব প্রতিনিধি:

 

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রমজান বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর, ওলামা বিভাগীয় সেক্রেটারি ও ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

 

জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহর শাখার ওলামা বিভাগের সভাপতি মুফাসসির মাওলানা রেজাউল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহিদুল ইসলাম ও অধ্যাপক মাওলানা খলিলুর রহমান।

 

অনুষ্ঠানে সৈয়দপুর শহর ও উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সদস্যগণসহ বিভিন্ন মাদরাসার প্রায় অর্ধ শতাধিক আলেম অংশ গ্রহণ করেন। দোয়া মোনাজাত শেষে উপস্থিতদের ইফতার সামগ্রী দেয়া হয়। (ছবি আছে)