ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এপিবিএন’র এএসআইদের অস্ত্র বিষয়ক কোর্সের উদ্বোধন

কোহিনূর হেলাল, কক্সবাজার :

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন উখিয়ার ওয়ালাপালং পুলিশ ক্যাম্পে ৬দিন মেয়াদী “কনস্টেবল হতে এএসআইদ পদমর্যাদার পুলিশ সদস্যদের অস্ত্র বিষয়ক কোর্স” এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।১৪ এপিবিএন’র সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান উক্ত কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত (ডিআইজি) মো: ইকবাল।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন ১৪ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার এস এম মাহবুবুল আলম।এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা।প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উখিয়া এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার কর‍তে সদস্যদের অস্ত্র বিষয়ক কোর্সের আয়োজন বলে জানান ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মো:সাইফুজ্জামান। তিনি সকলকে আন্তরিকতার সাথে কোর্সটি সম্পন্ন করার নির্দেশনাও প্রদান করেন।

সিএনএন বাংলা২৪