ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে সূর্যালোক খেলাঘর আসর কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে সূর্যালোক খেলাঘর আসর কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় সিলেটের মেজরটিলা নাথপাড়ায় খেলাঘর আসরের নতুন আসর গঠনের লক্ষ্যে জোনাকী রায়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শিশু সাহিত্যিক সিরাজ উদ্দিন শিরুল, সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি ও সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় হরিদাস গোস্বামীকে আহবায়ক প্রাঞ্জল চন্দ্র দাসকে যুগ্ম আহবায়ক ও রুদ্র চন্দ্র দাস, ত্রিদীপ দাস, রবিন মল্লিক, অর্ঘ রায়, ধ্রুব জয়সী প্রনব, দ্বীপ দেবনাথ, শান্ত রায়, পল্লব পাল, মাধবী জয়সী প্রতিভাকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট সূর্যালোক খেলাঘর নামে নতুন আসরেরর কমিটি গঠন করা হয়।