ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় লবণবাহী ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া ;

কক্সবাজারের পেকুয়ায় জনসাধারণের জীবন হুমকিতে ফেলে রাস্তায় লবণ লোড করার দায়ে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার (৩০ মার্চ) দুপুরে মগনামা কুমপাড়া এলাকায় মগনামা উজানটিয়া চলাচল রাস্তায় লবণ লোড করার দায়ে ওই ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

 

লবণ মৌসুমে যত্রতত্র ট্রাক পার্কিং করে লবণ লোড করে রাস্তার ক্ষতিসাধন করে আসছে কিছু অসাধু লবণ ব্যবসায়ী ফলে লবণ পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে মারাত্নক দূর্ঘটনাও ঘটছে। তারই প্রেক্ষিতে এই অভিযান, এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।