ই-পেপার | শুক্রবার , ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু জোয়ারিয়ানালায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তিন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় জায়গা জমি ও দোকানপাট জবর দখলকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।

 

আহতরা হলেন মোহাম্মদ হোছন (৭০), মোঃ সেলিম উল্লাহ (৫২) ও তৈয়বা খানম (৬৪) তারা সবাই জোয়ারিয়ানালা ইউনিয়নের বাসিন্দা।

 

এহামলার ঘটনায় ৫জনকে আসামি করে রামু থানায় এজাহার দাখিল করেছেন মোঃ সেলিম উল্লাহ। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া মোঃ কালু সওদাগর পুত্র। বাদী মোঃ সেলিম আরো জানান আসামিরা সংঘবদ্ধ ভূমিদস্যু, সন্ত্রাসী ও বহু মামলার এজাহারভুক্ত আসামী।

 

শনিবার ২৭ এপ্রিল জোয়ারিয়ানালা কালামিয়া বাজারস্থ বালীর নির্মানাধীন দোকান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

এজাহার সুত্রে প্রকাশ আসামীরা অবৈধ ভাবে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতা গঠন করে লম্বা দা, কিরিচ, লোহার রড, খস্তা, লাঠি সোটা নিয়ে হামলা করে। স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে।

 

রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান জানান এ ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।