ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্যের একজন সফল মানুষ -প্রফেসর হারুনুর রশীদ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্কুল অব বিজনেস বিভাগের ডিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক, লেখক প্রফেসর হারুনুর রশীদ বলেছেন, সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্য জগতের একজন সফল মানুষ। তিনি ছড়ার পাশাপাশি গল্পেও কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন। গল্পে যেসব উপাদান থাকার কথা এর সবগুলোই তাঁর গল্পের বই ‘স্বপ্নের ফেরিওয়ালা ও ‘রাজার চোখে বানের পানি’ গ্রন্থ দু’টোতে বিদ্যমান। তার লেখনিতে সমাজের অসংঙ্গতি সহ ফুঁটে উঠে সামাজিক নানা চারিত্র্য। তিনি দীর্ঘদিন থেকে সিলেট সহ দেশে ছড়াশিল্পে অনন্য ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে থেকেও তিনি যেভাবে লেখালেখি করছেন তা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমার বিশ্বাস ছড়াকার সুফিয়ান চৌধুরী তার এই চর্চা অব্যাহতভাবে চালিয়ে যাবেন। নতুন প্রজন্মের জন্য তিনি এক দৃষ্টান্ত হয়ে থাকবেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এবং স্বদেশ ফোরাম ও ছড়া পরিষদ সিলেট এর সহযোগিতায় সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইয়েদ্বয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আনন্দআড্ডায় ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর হারুনুর রশীদ উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে আনন্দআড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক লেখক আব্দুর রশিদ চৌধুরী।

ছড়াকার রানা কুমার সিংহ ও এম আলী হোসাইন এর যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মোঃ আলাউদ্দিন তালুকদার। মঞ্চে উপবিষ্ট ছিলেন ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল ও বিশিষ্ট ছড়াকার যুক্তরাষ্ট্র প্রবাসী রনক আহমদ চৌধুরী।

আনন্দআড্ডায় আলোচনা ও লেখা পাঠে অংশ নেন হৃষীকেশ রায় শংকর, সনতু চৌধুরী, বাবুল আহমদ, শাহাদাত বখত শাহেদ, অজিত রায় ভজন, প্রণবকান্তি দেব, জান্নাত আরা খান পান্না, রাহনুমা শাব্বীর চৌধুরী, সেনুয়ারা আক্তার চিনু, অমিতা বর্ধন, বিমল কর, ধ্রুব গৌতম, ডা. হারুন রশিদ শিকদার, মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দ্রশেখর দেব, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ, বিমান বিহারী বিশ্বাস, আশরাফ মোঃ উজায়ের,মোঃ জহিরুল হক, শাওন সরকার, আতাউর রহমান, সাদির হোসাইন, জুবের আহমদ সার্জন, শিপারা বেগম, কয়েছ আহমদ সাগর, মোঃ রিপন মিয়া, রওনক আহমদ এনাম, জসিম হাসান রাফি, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, নাহিদা নার্গিস, অঞ্জন কুমার পাল, দুলাল হোসেন, সুয়েজ হোসেন, জাকির হোসেন, ফাতেহা বেগম ও স্নেহা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দরা ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট এর “স্বপ্নের ফেরিওয়ালা” এবং “রাজার চোখে বানের পানি” বইদ্বয়ের মোড়ক উন্মোচন করেন।