ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“নবআনন্দে জাগো আজি” চট্টগ্রাম পুলিশ লাইন্সে পুনাকের বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন

হোসেন বাবলা,চট্টগ্রাম :

নববর্ষ মানে নতুন কে বরণ ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে সেজেছে নতুন সাজে।

আজ ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ নগরীর দামপাড়া মাল্টিপারপাস শেড ও প্যারেড গ্রাউন্ডে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসিএমপি পুনাকের‌ সভানেত্রী রীতা দাস।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।উক্ত অনুষ্ঠানে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ফোর্সগণ স্বপরিবারে অংশগ্রহণ করে।

এই উৎসবের আনন্দে মুখর হয়েছিলেন। অনুষ্ঠানটি আনন্দঘন করার জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও আগত শিশুসহ দর্শনার্থী ও অতিথিদের জন্য আনন্দের উপলক্ষ্য নিয়ে আসে ঘোড়ার গাড়ি, নাগরদোলা,ম্যারি-গো রাউন্ড রাইড,বায়োস্কোপ,বানরখেলাসহ বিভিন্ন ইভেন্ট।

 

উদ্‌যাপনের অংশ হিসেবে গ্রামীণ মেলার আদলে বিভিন্ন পণ্যের স্টলও রাখা হয়।নতুন বছরের আগমনের সাথে আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধির ধারা।