ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে টিভি ক্যামরা জার্নালিস্ট (টিসিজে) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন আরটিভি

ক্রীড়া প্রতিবেদক:

 

আজ মঙ্গলবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন‌ অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দাবা ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম ।

টিসিজের সভাপতি শফিকুল ইসলাম সাজিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনটিভি চট্রগ্রাম ব্যুরো প্রধান , সিনিয়র সাংবাদিক মোঃ শামসুল হক হায়দারী, সাংবাদিক মিজানুল হক সহ সিজেকেএস এর নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, টিসিজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া-সংগঠক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় সময় টিভি কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আরটিভি চট্রগ্রাম টিম।
টুর্ণামেন্টে তৃতীয় স্থান ট্রফি অর্জন করেছে বাংলা টিভি চট্রগ্রাম ব্যুরো।